Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২২

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি উদ্যোগে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ঠাকুরগাও এর গ্রাহক ও কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল গণশুনানী


প্রকাশন তারিখ : 2021-09-13

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে ১৩/০৯/২০২১ তারিখে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ঠাকুরগাও এর গ্রাহক ও কর্মকর্তাদের সাথে একটি ভার্চুয়াল গণশুনানী অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্। অথরিটির নির্বাহী পরিচালক, পরিচালক, উপপরিচালক এবং ইএসডিও'র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ শহিদুজ্জামান অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহোদয়  প্রতিষ্ঠানের প্রান্তিক গ্রাহকদের সাথে ঋণ বিতরণ প্রক্রিয়া, সার্ভিস চার্জ, কিস্তি সংখ্যা, ঋণের ওভার লেপিংসহ সার্বিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিষয়ে কথা বলেন। এছাড়া কৃষি, মৎসচাষ, পশুপালন ইত্যাদি বিষয়ে গ্রাহকদের কারগরি সহায়তা দেয়ার উপর গুরুত্বারোপ করেন। ইএসডিও কর্তৃক পরিচালিত বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত সহায়তা কার্যক্রমকে ইভিসি মহোদয় ভূয়সি প্রসংশা করেন।